এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

আমি

আমি,
অনার্স শেষ বর্ষরে, আমাকে নিয়ে কারো কোনো ভরসা ছিলোনা। আমিতো স্কুল-কলেজে ফেল করে করে পার হয়ে গেছি। যার কারণে আমার মা চেয়ে ছিল আমি আজিজুল হক কলেজে, বগুড়াতে পড়ি, মোটামুটি আমার ইচ্ছেতেই আমাকে মা এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে পড়ায়। তুলোনামূলক আমার ফলাফল বেশ সবাইকে খুশিই করেছে। কিন্তু আগামীতে কি হবে জানিনা। তবে সবার দোআ চাই।

একটু পেছনের দিকে তাকাই, কি বলেন; আমার মা একজন অসাধারণ মা, সবার মা'ই তাই। ১২ বছর হল বাবা মারা গেছে, তবে সামান্য চাকরী করে আমাকে সে এতোদূর এনেছে। জানেন আমার মার অনেক বরো অসুখ, আজ মা চিকিৎসা করাচ্ছেনা কারণ টাকার অভাব। আমার দাদা আমাকে কিছু দেয়নি আর এতো অল্প বয়সে বাবা মারা গেছে।।।।।মাঝখানে কাজ করতে চাইলাম, মা করতে দিলনা। ভাল উকিল হতে হবে যে, পড়তে হবে না,,,,?

আরও একটু পেছনে  যাই, যখন ছিলাম আমি বেয়াদপ, তখন আমি দশম শ্রেণিতে.......

২য় পর্বে দেখুন........